শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বৃহত্তর বনগোষ্ঠী রসূলপুর রেঞ্জে এসব কি হচ্ছে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সরকারি ভূমিতে অবাদে অসংখ্য অবৈধ করাত কল, পোলট্রি ফ্রার্ম ও তৈরি করা হচ্ছে বসতবাড়ী। ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আঃ জলিলের মদদে ওই সব স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিনিময়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জরিপে আরো জানাযায়, প্লট বিভাজনে বরাদ্দকৃত নতুন অংশীদারদের নিকট থেকেও লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। দুর্নীতির শীর্ষে পৌছে গেছে ওই অসাধু দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওই সব করেই তিনি ক্ষান্ত হয়নি, রাতের অন্ধকারে চোরাই পথে চলে যাচ্ছে শাল গজারির বন। গাছ চোরদের সাথে লিয়াজো করেই ওই সব শাল গজারি পাঁচার হচ্ছে বলে জানাযায়। তাছাড়া ওই রেঞ্জের আওতাধীন বিট কর্মকর্তাদের নিকট থেকেও বিভিন্ন কাজের জন্য ঘুষ বাণিজ্য করে যাচ্ছে বলে সূত্রে প্রকাশ। বিষয়টি তদন্তসাপেক্ষে ওই ঘুষ খেকো দুর্নীতিবাজ রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট ওই রেঞ্জের আওতাধীন সর্বস্তরের জনগণের এখন সময়ের দাবী।