সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ডেঙ্গু প্রতিরোধে মশার কয়েল বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে মশার কয়েল বিতরণ

কেশবপুর,যশোর প্রতিনিধি : কেশবপুরে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশাসহ সকল মশা নিধনের জন্য ব্যক্তিগত উদ্দ্যোগে মশার কয়েল ও দিয়াশলাই বক্স বিতরণ করেন মোঃ হুসাইন আহম্মেদ।

মশার কয়েল বিতরণের ধারাবাহিকতায় বুধবার সকালে উপজেলার বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ বক্স মশার কয়েল ও দিয়াশলাই বিতরণ করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক মাতৃছায়া পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি জনাব আব্দুস সালাম ও অন্যান্য শিক্ষকেরা উক্ত সামগ্রী সমূহ গ্রহণ করেন এবং তাকে উৎসাহ প্রদান করেন।

উপজেলার মজিদপুর গ্রামে রাজমিস্ত্রীর সহকারী ও কেশবপুর সরকারী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র মোঃ হুসাইন আহম্মেদ বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।তিনি আরও জানান, জে.এস.সি. পাস ঝরে পড়া ৬ জন শিক্ষার্থীকে এস.এস.সি. পাস করানোর জন্য আর্থিক সহায়তা ও মানসিক মনোবল বৃদ্ধি করে সফল হয়েছেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD