শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কালিহাতির বাঘুটিয়ায় ভেজাল দই এর কারখানা আবিষ্কার

কালিহাতির বাঘুটিয়ায় ভেজাল দই এর কারখানা আবিষ্কার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতি পৌরসভার বাঘুটিয়ায় ভেজাল দই এর কারখানা আবিষ্কৃত হয়েছে। দীর্ঘদিন ধরে ওই কারখানায় ইন্দুটির দই নামে একটি দই তৈরি করা হচ্ছে। ওই দইটি অতীতে সূনামের তালিকায় থাকলেও এখন তা আর নেই। হারিয়ে গেছে তার ঐতিহ্য, স্বাধ ও গন্ধ। নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে ওই দই। দূষনীয় পরিবেশে শুধু তাই নয় বিষাক্ত সোকারিন, ফর্মালিন এবং বিভিন্ন প্রকার রং মিশিয়ে অবাধে তৈরি করা হচ্ছে ইন্দুটির দই। ভোক্তভূগীরা জানান, ওই দই খেয়ে অনেকেরই শ্বাসকষ্ট, পেটের প্রদাহ সহ নান প্রকার রোগের পার্দুভাব ঘটেছে। তদন্ত মতে জানাযায়কুকুর, বিড়াল চাটিত পাত্রের মধ্যে জ্বাল দেয়া হচ্ছে দই তৈরি করার দুধ। দই ভরাট করার মাটির পাত্রগুলোও ময়লাযুক্ত। খাদ্য বিশেষজ্ঞদের মতে ওই দই খাইলে মানব জীবন বিকল হয়ে যাওয়ার আশংকা রয়েছে। ওই কারখানার মালিক শ্রী রাজেন্দ্র চন্দ্র ঘোষের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, যথাযথ কর্তৃপক্ষকে ম্যানেজ করেই এই কারখানা চালাচ্ছি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD