মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

রাণীশংকৈলে ছোট ভাইয়ের দোকানে ঝগড়া থামাতে প্রাণ গেল বড় ভাইয়ের, আটক ২

রাণীশংকৈলে ছোট ভাইয়ের দোকানে ঝগড়া থামাতে প্রাণ গেল বড় ভাইয়ের, আটক ২

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের দাস পাড়ার ঝরুয়া চন্দ্র দাসের বড় ছেলে মানিক চন্দ্র দাস (৪০) এর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত শনিবার ৭ সেপ্টেম্বর আনুমানিক রাত ৯ টার সময় মানিক চন্দ্র দাসের ছোট ভাইয়ের দাস পাড়া সংলগ্ন রুস্তম মার্কেটের ‘মা মোবাইল সার্ভিস’ সেন্টারে মোবাইল মেরামতকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জানাযায়, একই উপজেলার সহোদর গ্রামের মৃত- আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪৩) ভূদেব চন্দ্র দাসের রুস্তম মার্কেটের ‘মা মোবাইল সার্ভিস সেন্টার’এ মোবাইল মেরামত করতে আসে এবং মেরামত হয়নি বলে অভিযোগ তোলে। এ নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে চেচামেচির শব্দ পেয়ে পাশের দোকান থেকে  ভূদেব চন্দ্র দাসের বড় ভাই মানিক চন্দ্র দাস ঘটনা স্থলে হাজির হলে তার সাথেও আনোয়ারের কথা কাটাকাটি শুরু হয়। মোবাইল মেরামত করতে আসা আনোয়ার হোসেন কিছুটা উত্তেজিত হয়ে মানিক চন্দ্র দাসকে এক সময় লাথি মারে এবং মানিক চন্দ্র দাস ঘটনা স্থলেই অজ্ঞান  হয়ে পড়ে । মানিকের পরিবারসহ স্থানীয়রা তাৎক্ষণিক মানিককে রাণীশংকৈল স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অত্যান্ত খারপ দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করে এবং পথিমধ্যেই মানিক চন্দ্র দাসের মৃত্যু হয়। জানাগেছে মানিক দাস উচ্চ প্রেসার ও হৃদরোগে ভুগছিলেন।

এদিকে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইল মেরামতের ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা  ঘটেছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো  হয়েছে। এনিয়ে গতকাল রাতেই মানিকের ভাই ভুদেব বাদী হয়ে থানায় মামলা রুজু করে এবং আজ ভোররাতে দুজন  আসামীকে গ্রফতার করেছে থানা পুলিশ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD