শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

উন্নয়ন কাজে গাফিলতি পেলে জবাবদিহি করতে হবে : রাষ্ট্রপতি

উন্নয়ন কাজে গাফিলতি পেলে জবাবদিহি করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়ন প্রকল্পে কাজের মান নিশ্চিত করতে হবে। এখানে কারো গাফিলতি পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা ব্যক্তিকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, কিশোরগঞ্জের তিনটি উপজেলার সঙ্গে সংযোগ সড়ক হচ্ছে। এতে করে ঢাকা ও দেশের অন্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। সংযোগ সড়ক চালু হলে এর সুফল হাওরবাসী পাবে এবং অর্থনীতির নতুর দ্বার উন্মোচিত হবে।

এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রস্তাবিত মিঠামইন ক্যান্টনমেন্ট সম্পর্কে অবহিত করা হয়।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমসহ সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, বিকেলে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে’ ৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা এবং শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD