মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

সাভারের হেমায়েতপুরে বিভিন্ন বেকারীতে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান

সাভারের হেমায়েতপুরে বিভিন্ন বেকারীতে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান

সাভার প্রতিনিধি : সাভারে হেমায়েতপুরের সুইচটেক্স এ ইসলামিয়া ব্রেড এন্ড বিস্কুট কারখানা ও হেমায়েতপুর হরিণধরায় সেভেনস্টার বেকারী তে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়,এ সময় র‌্যাব এই দুই কারখানা থেকে মালিক পক্ষের ৫ জন কে আটক করে এবংদুই কারখানার মালিক কে ৫লক্ষ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত, ইসলাম বেকারী থেকে আটক করা হয় ৩ জন কে এরা হলেন বেকারী ম্যানেজার মোঃ মিনহাজুল ইসলাম (২৫)পিতাঃকবিরুল ইসলাম ,২মোঃ রাছেল(২২) পিতাঃমুসা মোল্লা,সেলস ম্যানেজার,মোঃরাছেল মিয়া পিতাঃবাবুল মিয়া,প্যাকিং ম্যানেজার এবং সেভেনস্টার বেকারী থেকে আটক করা হয় ২জন কে এরা হলেন মালিক মোঃ সোহেল আহমেদ(৩২),পিতাঃমৃত আঃ মালেক মিয়া, উক্ত বেকারীর ম্যানেজার মোঃ হেলাল খান(৩৩) পিতাঃআরশেদ খান।সুইচট্রেক্স এ ইসলামিয়া ব্রেড এন্ড বিস্কুট কারখানা টি পূর্বহাটি ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলমাস মোল্লার জিম্মায় সিলগালা করে দেওয়া হয়।এই দুই বেকারী তে নোংরা পরিবেশে মানহীন খাবার তৈরি করা হতো,পচা সিড়া, ডিম, মেয়াদ বিহীন ডালডা,তেল,ঘি দিয়ে বিভিন্ন বিস্কুট,চানাচুর,কেক,লাড্ডূ তৈরি করা হয়। এই খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে মারা ও যেতে পারে।ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব নিজাম উদ্দিন সাহেব,র‌্যাবের ইনচার্জ হিসাবে দ্বায়ীত্বে ছিলেন  সিনিয়র এ,এস,পি উনুমং চাকমা।

 

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD