মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কাঁথা-বালিশ নিয়ে ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীরা

কাঁথা-বালিশ নিয়ে ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুম সমস্যা সমাধানে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে প্রবেশ করতে পারেননি শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ভিসির বাংলোর সামনে জড়ো হয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা বাধা দেন। পরে কাঁথা, বালিশ, কম্বল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের হাতে ‘থাকার জন্য জায়গা চাই, গণরুমে ঠাঁই নাই’, ‘আবাসন সংকট সমাধান করতে হবে’, ‘আমরা এখন চুপসে গেছি’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানবো না’, ‘আমার কেন সিট নাই, প্রশাসন জবাব চাই’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘আমরা ডাকসু নেতারা নির্বাচনের সময় গণরুম সমস্যা সমাধানের কথা বলেছিলাম শিক্ষার্থীদের। এখন পর্যন্ত এ সমস্যা সমাধানে প্রশাসনের দৃশ্যমান কোনও পদক্ষেপ দেখিনি। আগেই উপাচার্যকে ১৫ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধানের আল্টিমেটাম দিয়েছিলাম। সোমবার আল্টিমেটাম শেষ হয়েছে। তাই উপাচার্যের বাসভবনে প্রবেশের জন্য এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা আমাদের বাধা দেয়।’

ভিসির বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে আসেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। তিনি বলেন, ‘আমরা এমনিতে দেখতে এসেছি। এ বিষয়ে যা বলা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের স্যাররা বলবেন।’

সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, ‘এটা তো একদিনে সমাধান করা যাবে না। শিক্ষার্থীরা দাবি জানাতেই পারে। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু আমার কথা তারা শোনেনি। উপাচার্যের সঙ্গে সরাসরি কথা বলতে চাচ্ছে। স্যার একটি প্রোগ্রামে আছেন। আমরা স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD