সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
অভিবাসন খরচ নিয়ন্ত্রণে রাখতে নতুন তৈরি ডাটাবেজ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। ২০১৩ সালে তৈরি ডাটাবেজ এখন অকার্যকর বলেও জানান তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমরান আহমদ বলেন, ২০১৩ সালে তৈরি ডাটাবেজ যারা নিবন্ধন করেছিলেন, এখন তাদের অনেকের বিদেশ যাওয়ার বয়স নাও থাকতে পারে। পাইলট প্রকল্প হিসেবে ঢাকা জেলায় মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের নিবন্ধন শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা কর্মসংস্থান অফিস এবং ইউনিয়ন তথ্য কেন্দ্রে থেকে নিবন্ধন করা হবে।
তিনি জানান, মালয়েশিয়ায় একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতির সাথে আমাদের ডাটা শেয়ার করব। তাদের পদ্ধতির সাথে আমাদের যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। সে লক্ষ্যেই কাজ চলছে। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সর্বনিম্ন খরচে কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তবে এখন পর্যন্ত মালয়েশিয়া যেতে কর্মীদের কত খরচ হবে তা চূড়ান্ত হয়নি। ২৪-২৫ নভেম্বর যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এটি নির্ধারিত হতে পারে। ইমরান আহমদ বলেন, মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা নির্ধারিত অর্থ ব্যাংকে জমা দেবেন। ফলে রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না।