রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার কালকিনির ব্যবসায়ী

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার কালকিনির ব্যবসায়ী

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁকাই বাজারের মোঃ সজিব সরদারÑ(৩২) নামের একজন টিন ব্যবসায়ী। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করা হয়। এ হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগীর মামা। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবার ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব খান্দলী গ্রামের গোলাম মাওলা সরদারের ব্যবসায়ী ছেলে সজিব সরদার তার শ্যালক জেলা সদরের মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া গ্রামের মোহাম্মদ মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর ও সজিব সরদারের স্ত্রীর বোন জামাই (ভায়রা) সদরের তাঁতীবাড়ির আতিক মোল্লাকে ব্যাংকের মাধ্যমে প্রায় এক বছর পূর্বে ২০ লক্ষ্য টাকা ব্যবসা করার জন্য ধার দেয়। এ পাওনা টাকা ফেরত চায় ব্যবসায়ী সজিব সরদার। এ বিষয় নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এদিকে ব্যবসায়ী সজিব সরদার মাদারীপুর সদরে তার চাচার বাসায় বেড়াতে যান। পরে গত সোমবার রাত ১১টার দিকে তাকে তার চাচার বাসা থেকে তার শ্যালক রাসেল মাতুব্বর, ভায়রা আতিয়ার মোল্লা ও রোমানসহ বেশ কয়েকজন মিলে ডেকে সদরের পানিছত্র নামকস্থানে নিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে যখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করা হয়েছে। এ হামলার ঘটনায় ৩জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগীর মামা নুরুজ্জামান তুলুকদার।

আহত ব্যবসায়ীর মা খালেদা বেগম বলেন, আমার ছেলের কাছ থেকে ২০লক্ষ্য টাকা ধার নিয়েছে তার শালায় ও ভায়রায়। এখন পাওনা টাকা ফেরত চাওয়ায় আমার ছেলে সজিবকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমি তাদের বিচার চাই।

আহত ব্যবসায়ীর মামা ও মামলার বাদী মোঃ নুরুজ্জামান তালুকদার বলেন, আমার ভাগিনাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তার শ্যালক রাসেল মাতুব্বর, ভায়রা আতিয়ার মোল্লা ও রোমানসহ বেশ কয়েকজন । তাই তাদের নামে আমি মামলা করেছি।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মোঃ কামরুল ইসলাম মিঞা বলেন, ব্যবসায়ী সজিব সরদারের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD