রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। দূরপাল্লার কোন যানবাহন চলতে দেখা যায়নি। সকল ধরনের জনসমাগম, দোকানপাঠ ও শপিংমল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ বসিয়েছে চেকপোষ্ট।
গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৮৮ জন, এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২’হাজার ৭’শ ২০ জন এবং মৃতের সংখ্যা ৬৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, সিডিসি, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক ও উপজেলা হাসপাতাল সমূহের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ৬’শ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এতে পূর্বের পঞ্জীভ‚ত রিপোর্টও রয়েছে।
হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার ৮০ বছর বয়সী এক পুরুষ, পীরগঞ্জের ৭০ বছর বয়সী এক নারী এবং রাণীশংকৈল উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
আক্রান্তরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২৬ জন, পীরগঞ্জ উপজেলায় ২০ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৯ জন, রানীশংকৈল উপজেলায় ১৭ জন এবং হরিপুর উপজেলায় ৬ জন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল বলেন, সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৫০ শয্যার বেড আছে। রোগীর চাপে নিজেস্ব উদ্যোগে ৭৫ বেডে উন্নিত করা হয়েছে। ক্লিনিক্যালি এবং ধরণ অনুযায়ী এই রোগী গুলো ভারত ভেরিয়েন্ট হওয়ার সম্ভাবনাই বেশী। জনবল সংকটের কারনে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। অতিসত্ত¡র জনবল নিয়োগ দিতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।