মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় নবনির্মিত ভবনের ছাদ থেকে পড়ে এরশাদ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ (২২) নিলফামারি জেলার ডোমার এলাকার হিবার আলীর ছেলে।
ভবন নির্মাণের সহকারী ঠিকাদার ফিরোজ জানান, এরশাদ নামের ওই শ্রমিক নির্মাণাধীন ভবনে থেকে কাজ করতেন। সকাল ৮টায় ছাদে কাজ করার সময় নিচে পড়ে যায়। তখন তাকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।