সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
বরিশাল ব্যুরঃ
বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামের ৩ নং ওয়ার্ডের এটিএম আঃমালেক হাওলাদারের পুত্র, একাধিক হত্যা মামলার আসামি,পূর্বাঞ্চলের আতঙ্ক, ইয়াবা সম্রাট জহিরুল ইসলাম মামুন অরূপে হাত কাটা মামুন হত্যা মামলায় আতঙ্কে এলাকাবাসী ও নিরীহ জনগণ।
ষড়যন্ত্রমূলক বেছে বেছে নিরপরাধ লোকগুলোকে হত্যাকাণ্ডের সাথে ফাঁসানো হয়েছে এবং মামুন হত্যা মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
৬/১২/ ২০২৩ইং তারিখ মোঃ মাইনুল ইসলাম সুমন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে মামুন হত্যা মামলা দায়ের করে।
হত্যা পরবর্তী সময়ে, ঘটনাস্থানে বাদী তথা হাত কাটা মামুনের ছোট ভাই মাইনুল ইসলাম সুমন- সাংবাদিক ও পুলিশের কাছে বক্তব্যে বলেন পূর্ব শত্রুতার রেস ধরে আমার বাড়ির পাশে রাস্তায় কয়েকজন সন্ত্রাসী মিলে আমার ভাইকে হত্যা করে,
সুমনের ভাষ্যমতে হত্যাকারীরা হল -সবুজ সন্যামত,সোহেল মোল্লা, তৌকির মোল্লা, মহাসিন, রিওন, রাতুল এবং এদের সাথে আছে মাসুম বিল্লাহ, (কথোপকথনের ভিডিও রেকর্ড সাংবাদিকদের হেফাজতে)
প্রশ্ন থেকে যায় সাংবাদিক ও পুলিশের কাছে হত্যা পরবর্তী সময়ে মাইনুল ইসলাম সুমনের বক্তব্যে সন্দেহের তালিকায় থাকা মোঃ মাসুম বিল্লাহ কে ১ নং আসামি করে ১৪৩/৩৪১/৩২৬/৩০২/৩৪/১০৯ ধারা মোতাবেক পেনাল কোড রজু করা হয়।
উল্লেখ্য সন্দেহের তালিকায় থাকা শেষ নামটি মোঃ মাসুম বিল্লাহ ষড়যন্ত্রের কবলে মামুন হত্যা মামলায় ১নং আসামি।
এমত অবস্থায় সন্দেহের তালিকায় সোনাপুর গ্রামের বাসিন্দা মামলার প্রধান ১নং আসামি মোঃ মাসুম বিল্লাহ, পিতা মৃতঃ ফজলুর রহমান হাওলাদার কে প্রধান আসামি করায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে, ১নং আসামী মাসুম বিল্লাহ নির্দোষ, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ফাঁসানো হয়েছে এমনটাই দাবি এলাকাবাসীর।
সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এলাকাবাসীসহ, মাসুম বিল্লাহ”র স্বজনদের তথা মা, স্ত্রী ও সন্তানদের জোর দাবি – মোঃ মাসুম বিল্লাহ নির্দোষ,শান্ত প্রকৃতির একজন মানুষ, পূর্ব শত্রু তার রেশ ধরে মামুন হত্যা মামলায় ফাঁসানো হয়েছে, মোঃ মাসুম বিল্লাহ কে এমত অবস্থায় মামুন হত্যা মামলা থেকে পরিত্রাণ পেতে সুষ্ঠু তাদন্তের জোর দাবি এলাকাবাসী সহ স্বজনদের।