ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গোবিন্দগঞ্জ টু গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ধর্মপুর বাজারে কারগাড়ী চাপায় নিহত ২, আহত ৪। নিহত হরেন (৪৫) ধর্মপুর এলাকার নরেন এবং প্রতাপ (৩০) একই এলাকার মহেন্দ্র’র ছেল।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ধর্মপুর মাছ বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত সিএনজিযোগে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে হরেন ও প্রতাপ এর মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কারগাড়িটিকে আটকে রেখেছে স্থানীয়রা। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।