সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় সোহাগ রানা (৩০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে শ্রীরামপুর, কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার তিরাইল গ্রামের মৃত আলহাজ্ব সাইফুল মোল্লার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে সোহাগ নিজ বাড়ি হতে সিরাজগঞ্জ শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা হলে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌছালে অজ্ঞাত ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নয়ন চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেল মৃত্যুবরণ করেন।