শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে ৪১ তম প্রতিষ্ঠা পালন করল উপজেলা বিএনপি। গতকাল রবিবার সকালে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে একটি র্যালী বের করে কালকিনির উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বার বার নির্বাচিত সফল ওসদ্য ভেঙ্গে দেয়া কমিটির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী,সহ-সভাপতি আব্দুস সালাম বেপারী, সাধারন সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মিজানুর রহমান,সহ-সভাপতি রোকুনুজ্জামান রতন,সাধারন সম্পাদক কামাল হোসেন বেপারী,যুগ্ন সম্পাদক সালাউদ্দিন, যুবদলের সভাপতি মোঃ মিজান বেপারী,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম ছান্টু,উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাই, যুগ্ন সম্পাদক বেলায়েত হোসেন রিমন,সাংগঠনিক সম্পাদক নাজমুল চৌকিদার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,পৌর ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্না,প্রচার সম্পাদক এইচ এম তুহিন,কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদী হাসান মাসুমসহ বিভিন্ন সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এ সময় উক্ত আলোচনা সভায় বক্তরা বলেন, দেশের ক্লান্তি কালে গনমানুষের অধিকার,গনতান্ত্রীক অধিকার,কথা বলার বাকস্বাধীনতা,সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে ১৯৭৮ সালের ১ সেস্টেম্বর এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) নামক দলটি। আমরা গর্বিত এ রকম একটি নেতার দলের কর্মি হয়ে।
পরে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তিনবারের সফল প্রধানমন্ত্রী,আপহীন নেত্রী,দেশ মাতা বেগম খালেদা সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। এ সময় দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।