বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউসুফ আল-হাদরি বলেছেন, রোববার ইয়েমেনের ধামার শহরের একটি কারাগারে বিমান হামলা চালিয়েছে সৌদি ও আরব আমিরাত নেতৃত্বাধীন জোট। হুথি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহকে তিনি বলেন, সৌদি জোটের বিমান হামলায় ওই কারাগারের অন্তত ৫০ জন আহত হয়েছেন। ধামার কমিউনিটি কলেজকে কারাগার হিসেবে ব্যবহার করা হতো। ওই কারাগারে ১৮৫ জন যুদ্ধবন্দী ছিলেন।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সামরিক জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, ধামারে হুথি বিদ্রোহীদের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করা হয়েছে। এতে হুথিদের মজুদকৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে।