রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে বৃহস্পতিবার একটি ব্যাংকের বাইরে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত এবং অপর ১২ জন আহত হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আজ স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে কান্দাহার শহরে আত্মঘাতী হামলায় তিনজন আফগান নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছে।’