শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধি : চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শহরের টাউন ক্লাব মাঠে রবিবার রাতে এর উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। চেম্বার সভাপতি মারুফ জামান কোয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহমেদ বক্তব্য দেন। দেশী ও বিদেশী বিভিন্ন পণ্য নিয়ে শতাধিক স্টল স্থান পেয়েছে এই মেলায় এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডস।