মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

নায়িকা মুন রোশানের সঙ্গে সাইকোলজিতে থিসিস করছেন!

নায়িকা মুন রোশানের সঙ্গে সাইকোলজিতে থিসিস করছেন!

নতুন রসায়ন দেখা যাবে বড়পর্দায় । রক্ত, বেপরোয়া ছবিগুলো দিয়ে ইন্ডাস্ট্রির পরীক্ষিত নায়ক রোশানের নায়িকা হতে যাচ্ছেন ২০১৫ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় থাকা জান্নাতুন নূর মুন। যিনি বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’-এ পারুল চরিত্র দিয়ে দর্শকের মন জয় করেন। কাজ করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালের পুতুল’-এ। এন রাশেদ চৌধুরী পরিচালিত আরেক ছবি ‘চন্দ্রাবতীর কথা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যেই খবর এলো, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘জিন’-এ কাজ করছেন তিনি। সংবাদমাধ্যেমকে মুন বলেন, ‘জিন’ ছবিতে আমার বিপরীতে থাকছে রোশান। গত মাসের শেষ সপ্তাহে আমিনবাজার এলাকায় একটি শুটিং বাড়িতে কাজ করছি। আগামি সপ্তাহে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। তিনি বলেন, ভৌতিক ঘরানার ছবি জিন, পরিচালনা করছেন নাদের চৌধুরী। আরও আছেন সজল, পূজা চেরী। ছবিতে নিজের চরিত্র নিয়ে মুন বলেন, অনেক স্মার্ট এবং গ্ল্যামারাস একজন মেয়ের চরিত্রে অভিনয় করছি। যে বিদেশ থেকে লেখাপড়া করে দেশে ফিরে সাইকোলজিতে থিসিস শুরু করি রোশানের সঙ্গে। যেখানে রোশান থাকেন একজন প্রফেসর। একসঙ্গে কাজ করতে গিয়ে বিভিন্ন ঘটনার পর রোশানের সঙ্গে প্রেম হয়ে যায় মুনের। এর আগে শোনা গিয়েছিল, ‘জিন’ ছবিতে থাকবেন পিয়া বিপাশা। শুটিং শুরুর আগে জানা যায়, তিনি ছবিতে নেই। তার পরিবর্তে রোশানের বিপরীতে কাজ করছেন মুন। মুন জানালেন, নাদের চৌধুরী অনেক ভালো নির্মাতা। চেষ্টা করছেন সঠিকভাবে নিজেকে মেলে ধরার। মুন বলেন, আমার টার্গেট চলচ্চিত্রে প্রতিষ্টা পাওয়া। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD