বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

‘নোলক’ ও ‘জ্বীন’ এবার টিভিতে

‘নোলক’ ও ‘জ্বীন’ এবার টিভিতে

দেশের প্রেক্ষাগৃহে ২০১৯ সালের ঈদে মুক্তি পায় শাকিব খান ও ইয়ামিন হক ববি অভিনীত সিনেসা ‘নোলক’। সাকিব সনেটের পরিচালনায় ও প্রযোজনায় সিনেমাটি দারুণ প্রশংসিত হয় দর্শকমহলে।

আর ভৌতিক গল্পের সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালনায় এটি মুক্তি পায় গেল বছর ঈদে। জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমায় অভিনয় করেন আব্দুন নূর সজল, চিত্রনায়িকা পূজা, জিয়াউল রোশানসহ অনেকে।

প্রেক্ষাগৃহ দাপিয়ে এবার ‘নোলক’ ও ‘জ্বীন’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দীপ্ত টিভিতে। ঈদের প্রথম দিন দুপুর ১টায় প্রচারিত হবে ‘নোলক’ আর ‘জ্বীন’ দেখা যাবে পরদিন একই সময়।

‘নোলক’ সিনেমার গল্পটি এমন- দুই ভাই গ্রামে বসবাস করেন। পারিবারিক সূত্রে তাদের অগাধ সম্পদ। দুই ভাইয়ের অনেক জায়গা-জমি, টাকা-পয়সা থাকলেও হাতে তেমন কোনো কাজ নেই। দুই ভাই একে অপরকে খুবই ভালোবাসেন। তাদের দুজনকে ‘পরামর্শ’ দেওয়ার জন্য দুজন উপদেষ্টাও রয়েছেন। বড় ভাইয়ের ছেলে শাওন সবসময় বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড় করে সময় কাটান। অন্যদিকে ছোট ভাইয়ের মেয়ে কাজলও বান্ধবীদের নিয়ে ব্যস্ত দিন পার করেন। শাওন-কাজলের মধ্যে কথার লড়াই ও ঝগড়া লেগেই থাকে। কিন্তু পারিবারিক একটি বৈরিতা এই দুজনকে কাছে টেনে আনে।

অন্যদিকে, ‘জ্বীন’ সিনেমার গল্পে দেখা যাবে- মোনালিসার (পূচা চেরি) সঙ্গে রাফসানের (সজল) প্রেম। এই জুটি তাদের প্রেমকে বিয়েতে পরিণতি দেয়। বিয়ের পর রাফসানের সামনেই মোনালিসার উপর জ্বীন ভর করে। মোনালিসার আচরণে পরিবর্তন ঘটে। নিজে মানসিকভাবে কষ্ট পান। তার স্বামী ও প্রতিবেশীদের জীবনে তাকে নিয়ে ভোগান্তি শুরু হয়।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD