মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাইবান্ধা গোবিন্দগঞ্জ শহরে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণ কাজে পক্ষপাতিত্ব

গাইবান্ধা গোবিন্দগঞ্জ শহরে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণ কাজে পক্ষপাতিত্ব

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা গোবিন্দগঞ্জ শহরে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণ কাজে পক্ষপাতিত্ব, সড়কের দুপশের জমি সমভাবে অধিগ্রহনের দাবিতে ভূমি ও দোকান মালিক সংগ্রাম কমিটি মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ভূমি ও দোকান মালিক সংগ্রাম কমিটি আয়োজনে গোবিন্দগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল টি শহর প্রদক্ষিণ শেষে জাহানার মার্কেটের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় এক সমাবেশে বক্তব্য রাখেন ভূমি ও দোকান মালিক সমিতি আহবায়ক মঞ্জুরুল ইসলাম সেলিম, সমিতির সদস্য সচিব সাহাবুল আলম মিঠু সহ অন্যরা। প্রায় ৩০ মিনিটের এ অবরোধের করানে সড়কের দুপশে বিপুল  সংখক যানবাহন আটকে পরে।

উল্লেখ যে ঢাকা-রংপুর মহাসড়ক ফোর লেনে উন্নতিকরন কাজে সাসেক কর্তৃপক্ষ গাইবান্ধা গোবিন্দগঞ্জ শহরে সড়কের দুপাশে সমান ভাবে ভূমি অধিগ্রহন না করে সড়কের পশ্চিম পার্শ্বে প্রায় ১শ৬০ ফিট ভূমি অধিগ্রহনের উদ্যোগ নিলে মহাসড়কের পশ্চিম পার্শে ভূমি ও দোকান মালিকরা সমভাবে ভূমি অধিগ্রহনের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD