সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

রানুকে নিয়ে যা বললেন লতা

রানুকে নিয়ে যা বললেন লতা

এবার রানুকে নিয়ে মুখ খুললেন স্বয়ং লতা মঙ্গেশকর। নকল না করে রানুকে আসল হওয়ার পরামর্শ দিলেন তিনি। ভারতের এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে লতা বলেন, ‘আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম। অনেক বাচ্চা রয়েছে যারা আমার গান খুব সুন্দর গায়। কিন্তু কত জন তাদের মনে রাখে বলুন তো? প্রথম সাফল্য পাওয়া সহজ। কিন্তু তা ধরে রাখাই আসল। আমার চেনা শুধু মাত্র সুনিধি এবং শ্রেয়া ছাড়া আর কাউকেই কি সেভাবে মনে রেখেছে কেউ? তিনি বলেন, ‘আমি মনে করি কাউকে নকল করা কখনো স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না। লতা রানুকে পরামর্শ দিয়ে বলেন, ‘আসল হও। কাউকে নকল করো না। যদি আশা নিজের স্টাইলে গান না গেয়ে আমাকে নকল করত তবে সে আজ আশা হত না। গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন রানু ম-ল। তার গলাকে অনেকে আবার তুলনা করছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে। কিন্তু রানুকে লতার সঙ্গে তুলনা কি আদৌ যৌক্তিক? এ প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD