রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপের ধাক্কায় এক গৃহবধূ নিহত এবং স্বামী আহত হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে (সাতক্ষীরা-খুলনা) মহাসড়কে কুমিরা কদমতলা নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে। এঘটনায় ফাতিমা খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সে পাটকেলঘাটার নওয়াকাটি গ্রামের ডা: আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মটর সাইকেল চালক ডাক্তার আজিজুর রহমানও মারাত্মক আহত হয়েছেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ডাক্তার দম্পতি সাতক্ষীরা থেকে মটরসাইকেল যোগে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে কদমতলা নামকস্থানে পৌঁছালে পিছন দিক থেকে খুলনাগামি একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। স্বামী স্ত্রী দুইজন রাস্তায় ছিটকে পড়ে। পিকাআপের ধাক্কায় স্ত্রী ঘটনাস্থলে মারাযান। স্থানীয়রা মারাত্মক আহত স্বামীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, পিকআপের ধাক্কায় ডাক্তারের স্ত্রী নিহত হয়েছেন। আহত ডাক্তারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।