মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

সাভারে সন্দেশ তৈরি হয় পঁচা মিষ্টির সিরা ও সুজি থেকে

সাভারে সন্দেশ তৈরি হয় পঁচা মিষ্টির সিরা ও সুজি থেকে

সাভার প্রতিনিধি : অস্বাস্থ্যকর পঁচা মিষ্টির সিরা দিয়ে তৈরী হচ্ছে শিশুদের পছন্দের খাবার সন্দেশ, সাভার, পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তার পুর এলাকায় আঃ সালাম নামের এক ব্যাবসায়ী এই কারখানায় প্রকাশ্যে অস্বাস্থ্যকর পরিবেশে সন্দেশ তৈরি করেন, প্যাকেটের গায়ে লেখা আছে শান্তা স্পেশাল সন্দেশ। তৈরি করা হয় দুধ, চিনি, এলাচ, নারিকেল দ্বারা অথচ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পঁচা মিষ্টির সিরা ও সুজি ছাড়া আর কিছুই নেই এই সন্দেশের মধ্যে, ঘটনাস্থল থেকে মাতৃছায়া পত্রিকার প্রতিনিধি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ, এফ, এম সায়েদ কে এই ব্যাপারে অবগত করেন। এইসব অস্বাস্থ্য খাবার খেয়ে ডায়রিয়া সহ নানারকম ব্যাধিতে হাজারো শিশু মৃত্যু হচ্ছে। ঝড়ে যাচ্ছে নিষ্পাপ অনেক প্রাণ, তাতে কার কি আসে যায়? এই ব্যাপারে খাদ্য অধিদপ্তর নিশ্চুপ এর কারণ কি? সালাম দের কি এত ক্ষমতা? এলাকাবাসীদের জোড় দাবী অবিলম্বে এই খারখানায় সীল করে সালামকে আইনের আওতায় এনে জড়িমানা ও জেল দেয়া হোক যাতে সালাম এর মত আর কেউ শিশুদের জীবন নিয়ে খেলতে না পারে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD