রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

বিচার দাবিতে সড়ক অবরোধ জবি শিক্ষার্থীদের

বিচার দাবিতে সড়ক অবরোধ জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে র‌্যাব সদস্যদের মারধরের প্রতিবাদে পুরান ঢাকায় সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

মারধরকারী র‌্যাব সদস্যদের বিচারের দাবিতে রোববার সকাল ৯টায় রায়সাহেব বাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুরান ঢাকার গুলিস্তান থেকে সদরঘাট, যাত্রাবাড়ী,বাবুবাজারগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ওপর র‌্যাবের হামলা ও মারধরের ঘটনায় অতিদ্রুত বিচার করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

মারধরে জড়িত র‌্যাব সদস্যদের সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালেয়র উত্তরণ-২ বাসটি সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র‌্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। এসময় শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথা কাটাকাটির এক র‌্যাব সদস্যরা শিক্ষার্থীদের মারধর করে। এতে ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, জবি উপাচার্য র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে কথা বলেছেন। র‌্যাব মহাপরিচালক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। যদি বিচার করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD