শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

দক্ষিণ ছাতক উপজেলার দাবীতে সোচ্চার ৬ ইউনিয়ন

দক্ষিণ ছাতক উপজেলার দাবীতে সোচ্চার ৬ ইউনিয়ন

আবু জাবের, ছাতক প্রতিনিধি :  সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিন ছাতক এলাকার অধিবাসী অবহেলিত  । এ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে নানান রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। প্রশাসনিক কাজে অথবা চিকিৎসার জন্য উপজেলা শহরে যেতে কতই কষ্ট করতে হয়। উপজেলা সদর প্রায় ৫৫ কিলোমিটার দূরে থাকায় নিজ উপজেলার সাথে জনগণের সামাজিক ও প্রশাসনিক কাঠামো রক্ষা কঠিনতর হয়ে পড়েছে। ছাতকের এমন কয়েকটি এলাকা রয়েছে যেমন হায়দরপুর, মন্ডলপুর, শাপলাগঞ্জ বাজার, ঝিগলী,বাদে ঝিগলী, আলীগঞ্জ বাজার, আনুজানী, শরীষপুর এখান থেকে ছাতক যেতে হলে এক সপ্তাহ পূর্ব থেকে পরিকল্পনা করতে হয়। উপজেলা শহরে যেতে সময় লাগে ৩-৪ ঘন্টা এবং গাড়ি পরিবর্তন করতে হয় ৪-৫ টা যদি কোন চুরি বা ডাকাতি সংঘটিত হয় সে ক্ষেত্রে পুলিশ যেতে সময় লাগে ৩-৪ ঘন্টা। গত মার্চ মাসে দক্ষিণ ছাতক উপজেলা নামে নতুন স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ। তারা গতকাল সোমবার এ আবেদন করে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎও করেন।  আবেদন উল্লেখ করা হয়- সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার সর্বদক্ষিণ প্রান্তের দোলার বাজার, ছৈলা আফজলাবাদ, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও ভাতগাঁও ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড। এ ওয়ার্ডের দক্ষিণ প্রান্ত থেকে ছাতক উপজেলা সদর প্রায় ৫৫ কি.মি দূরে অবস্থিত থাকায় নিজ উপজেলার সাথে জনগণের সামাজিক ও প্রশাসনিক কাঠামো রক্ষা কঠিনতর হয়ে পড়েছে। দৈর্ঘ্য-প্রস্তের বিবেচনায় দৈর্ঘ্যরে দিক থেকে বর্তমান ছাতক উপজেলাকে দুটি অংশে বিভক্ত করা অধিকতর যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত। দক্ষিণাংশের এই জনপদ নিয়ে একটি পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণাঞ্চল নিয়ে গঠিত দক্ষিণ ছাতক উপজেলা নামে স্বতন্ত্র উপজেলা গঠনের দাবিতে গঠিত গঠিত হয়েছে ‘দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ’। এ সংগঠনটি এলাকাবাসীকে নিয়ে দীর্ঘদিন যাবত পৃথক স্বতন্ত্র একটি পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা ও শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছে।  আবেদনে তারা আরো উল্লেখ করেন- ১৯০ বর্গ কিলোমিটার আয়তনের সুবিস্তৃত এই জনপদ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবিত “দক্ষিণ ছাতক উপজেলা” বাস্তবায়নের সময়ের দাবি। ১৯৩৫ সাল থেকে এই এলাকায় উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য সরকারি সংশ্লিষ্ট দপ্তর বরাবরে আবেদন করে আসছে এ বৃহৎ অঞ্চলটি। দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে  সৌজন্য সাক্ষাৎকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিধি  মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আ.ন.ম ওহিদ কনা মিয়া, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের যুক্তরাজ্য আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, সদস্য সচিব অধ্যাপক খসরুজ্জামান, সিনিয়র সদস্য অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের যুক্তরাজ্য যুগ্ম আহ্বায়ক সানাওয়ার আলী কয়েছ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, এম.এ কবির, এটিএম তারেক, মিডিয়া উইং ফয়সল আহমদ বাবুল, আব্দুল্লাহ আল মামুন, প্রবাসী কমিউনিটি নেতা শাহ কোহিনুর আলম খোকন, গোলাম কিবরিয়া তালুকদার বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।  ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সিলেট  বিভাগীয় কমিশনারের বরাবরে উপজেলার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও এলাকায় উপজেলার দাবিতে প্রতিটি হাট বাজারে ও বিভিন্ন  পয়েন্টে প্রায় শতাধিক পথ সভা অনুষ্ঠিত হয়েছে  তাই আমাদের দাবি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে বৃহত্তর ছাতক উপজেলাকে পুনর্গঠন করে সর্বদক্ষিণ প্রান্তের দোলার বাজার, ছৈলা আফজলাবাদ, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও ভাতগাঁও ছয়টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ ছাতক নামে একটি আলাদা উপজেলা গঠন করা হোক। এ ছাড়া উপজেলা শহরে যোগাযোগের জন্য হাজী আবুল খয়ের সড়ক কে সংস্কারের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করা অতি জরুরী। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় ছেলে-মেয়েদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। এ ছাড়া গ্যাসের সংযোগ না থাকায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। সরকার উল্লিখিত দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এটিই আমাদের প্রত্যাশা। আমরা সরকারের কাছে আবেদন জানাই অনতিবিলম্বে একটি উপজেলা দেয়ার জন্য। আর এই উপজেলাটি দক্ষিণ ছাতকের মধ্যবর্তী কোন একটি স্থানে দক্ষিণ ছাতক উপজেলা নামে দেয়ার জন্য। এ বিষয়ে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আ.ন.ম.ওহিদ কনা মিয়া বলেন এটা আমাদের মৌলিক দাবি।কারন এ দাবি পূরণ না হলে এলাকার জনগণ সকল ধরনের উন্নয়ন এবং সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে।আমরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি এবং আমাদের কাগজ পত্র জমা দিয়েছি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD