শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

পিক্সেল ৪ আসতে পারে অক্টোবরে

পিক্সেল ৪ আসতে পারে অক্টোবরে

অক্টোবরের ১৫ তারিখে নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল উন্মোচন করতে পারে গুগল। এক ছবিতে নতুন পিক্সেল উন্মোচনের তারিখ জানিয়েছেন মার্কিন প্রযুক্তি ব্লগার ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার। ছবিতে নতুন ফ্ল্যাগশিপের কিছু তথ্যও জানিয়েছেন ব্লাস। নতুন ডিভাইসটির ওপরে আগের মতোই মোটা বেজেল রাখা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, নতুন ডিভাইসটির কোথাও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, পর্দার মধ্যেই বসানো হতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নতুন পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর হয়তো দেখা যাবে না ডিভাইসটিতে। ডিভাইসটিতে নতুন মোশন মোড, নাইট সাইট এবং ৮এক্স জুম ফিচার রাখা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গতিশীল কোনো বস্তুর উচ্চমানের অ্যাকশন ছবি তুলবে নতুন মোশন মোড। ছবির ব্যাকগ্রাউন্ড ঘোলাটে করে দেওয়া হবে। আর রাতে কম আলোতে ভালো মানের ছবি তুলবে নাইট সাইট ফিচার। ৮এক্স জুমের ক্ষেত্রে শুধু অপটিকাল জুম নাকি ডিজিটাল ও অপটিকাল জুম একসঙ্গে কাজে লাগানো হবে তা স্পষ্টভাবে বলা হয়নি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD