রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

হোয়াটসঅ্যাপে প্রতারণার ১১ কৌশল, এড়াবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে প্রতারণার ১১ কৌশল, এড়াবেন যেভাবে

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান ও ইন্টারনেটের মাধ্যমে কল করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণার ঘটনাও বাড়ছে। সাইবার অপরাধীরা নানা কৌশলে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই সময়ে সচরাচর হওয়া হোয়াটসঅ্যাপে প্রতারণার ১১টি কৌশল দেখা যাক। জানা যাক কীভাবে এগুলো এড়ানো যাবে।

৪। কিউআর কোড প্রতারণা: হোয়াটসঅ্যাপে এখন কিউআর কোড পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। হেয়াটসঅ্যাপে এসব কিউআর কোড স্ক্যান করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে হ্যাকাররা। তবে কিউআর কোড স্ক্যান করলেই ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করার পাশাপাশি হ্যাকিংয়ের শিকার হতে পারেন ব্যবহারকারীরা।
৫। হোয়াটসঅ্যাপ গোল্ড প্রতারণা: উন্নত সুবিধাসহ ভুয়া সংস্করণের হোয়াটসঅ্যাপ গোল্ড যন্ত্রে নামানোর জন্য লিংক পাঠিয়ে প্রতারণা করে হ্যাকাররা। এই ভুয়া সংস্করণে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা বিনা মূল্যে পাওয়া যাবে বলে দাবি করে কৌশলে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা হয়৷ সেই লিংকে ক্লিক করলে হ্যাকিংয়ের শিকার হন ব্যবহারকারীরা।
৭। দাতব্য সংস্থার নামে প্রতারণা: দাতব্য সংস্থার ভুয়া পরিচয় দিয়ে হ্যাকাররা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে থাকে। সেখানে অসহায় মানুষদের সাহায্যে নির্দিষ্ট হিসাবে (অ্যাকাউন্ট নম্বর) টাকা পাঠানোর অনুরোধ করা হয়। এ ধরনের প্রতারণা কৌশল থেকে সাবধান থাকতে হবে। অর্থ দান করলে দাতব্য সংস্থা যাচাই করে তারপর টাকা পাঠাতে হবে।
৮। ভিডিও কল প্রতারণা: সম্প্রতি ভিডিও কলে প্রতারণার ঘটনা বাড়ছে। হ্যাকাররা ভিডিও কল দেওয়ার পর ব্যবহারকারী সেটি গ্রহণ (রিসিভ) করলে অপর প্রান্তের ব্যক্তি অশালীন অবস্থায় নিজেকে তুলে ধরে। এরপর সেই কল রেকর্ড করে ও স্ক্রিনশট নেয়। পরবর্তী সময়ে এসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে প্রতারকেরা। তাই হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে সাবধানতা অবলম্বন করতে হবে।
৯। আকর্ষণীয় চাকরি দেখিয়ে প্রতারণা: বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে হোয়াটসঅ্যাপে খণ্ড ও পূর্ণকালীন চাকরির কথা বলা হয়। এসব চাকরির শর্তও থাকে খুবই সহজ। এমনকি বেশি বেতনের কথাও বলা হয়। এরপর সেই চাকরি করতে ইচ্ছুক হলে জামানত হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ চাওয়া হয়। কখনো কখনো কোনো লিংকে ক্লিক করে ফরম পূরণ করার কথা বলা হয়। এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।
১০। গ্রাহকসেবার নামে প্রতারণা: হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কেন্দ্রের ভুয়া পরিচয় দেওয়া হয়। অ্যাকাউন্টের সমস্যা সমাধানে লিংক পাঠানো হয়। কখনো কখনো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। এ ধরনের প্রতারণা কৌশল থেকে সাবধানে থাকতে হবে।
১১। ক্রিপ্টোকারেন্সির কথা বলে প্রতারণা: ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার জনপ্রিয়তার সুযোগ নিয়ে এখন প্রতারণা চলছে হোয়াটসঅ্যাপে। চোখ বড় হয়ে যাওয়ার মতো লাভ দেবে, ক্রিপ্টোকারেন্সির এমন স্কিমে বিনিয়োগ করার বার্তা পাঠানো হয়। সঙ্গে সেই স্কিমের ভুয়া প্রশংসাপত্র, লেখচিত্র ও ওয়েবসাইটের ঠিকানাও পাঠানো হয়। এসব বার্তা থেকে দূরে থাকতে হবে। স্বল্প সময়ে ধনী বানিয়ে দেবে, এমন বার্তা পেয়ে কোনোভাবেই কোথাও কোনো অর্থ পাঠানো যাবে না।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD