শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গুগল ছাড়া হুয়াওয়ে!

জার্মানির মিউনিখে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মেট ৩০ ও মেট ৩০ প্রো মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ দুটি ফোনে গুগলের সেবার পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব মোবাইল সেবাগুলো যুক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধের সময় গুগলের সফটওয়্যার ব্যবহার করার সুযোগ পায়নি হুয়াওয়ে। তখন থেকেই তারা নিজস্ব বিকল্পের কথা চিন্তা করছিল। যদিও হুয়াওয়ে সবসময় বলে এসেছে তাদের প্রথম পছন্দ গুগল।

নতুন এ দুটি স্মার্টফোন নিয়ে এবার সেই বিকল্পের পথে চলেছে হুয়াওয়ে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১০ ওএসের ভিত্তিতে তৈরি ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে।

ওপেন সোর্স প্ল্যাটফর্মের ওপর ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে হুয়াওয়ে তাদের নিজস্ব সেবা তৈরি করেছে। ফলে এতে গুগলের প্লে স্টোরের বদলে হুয়াওয়ে অ্যাপ গ্যালারির সুবিধা পাওয়া যাবে।

আগামী অক্টোবর নাগাদ এ স্মার্টফোন দুটি বিভিন্ন দেশের বাজারে ছাড়বে হুয়াওয়ে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD