বুধবার, ০১ মে ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বাজারে এল শাওমির ১০৮ মেগাপিক্সেলের স্মার্টফোন

বাজারে এল শাওমির ১০৮ মেগাপিক্সেলের স্মার্টফোন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন নিয়ে এল শাওমি। মঙ্গলবার চীনের বাজারে উন্মুক্ত হচ্ছে এমআই মিক্স আলফা নামের এই স্মার্টফোন। এমই মিক্স আলফাতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও থাকছে ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যেখানে স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যেই ১০৮ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর বাণিজ্যিকভাবে তৈরি শুরু করেছে স্যামসাং। এ সেন্সরে তোলা ছবির রেজুলেশন হবে ১২০৩২ x ৯০২৪ পিক্সেলস। একটি পিক্সেলের সাইজ ০.৮ মাইক্রন।

ফাইভ জি ব্যবহার উপযোগী এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ফাইভজি, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি। ৪০০০ এমএএইচ ব্যাটারির জন্য থাকবে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। তবে ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে সে বিষয় কোন তথ্য পাওয়া যায়নি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD