রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

সিলেটে ৫ কোটি টাকার বাসাবাড়ি অধিগ্রহণের প্রতিবাদে স্বারকলিপি প্রদান

সিলেটে ৫ কোটি টাকার বাসাবাড়ি অধিগ্রহণের প্রতিবাদে স্বারকলিপি প্রদান

সিলেট অফিস :   সিলেট শহরতলীর এয়ারপোর্ট এলাকাধীন কাকুয়ারপারে সিলেট – ভোলাগঞ্জ সড়কের টুলস আদায়ের নির্মানের জন্য টুলস বক্স তৈরির জন্য এলাকার একশ গজ ভিতরে ১২ ফুট জায়গা অধিগ্রহণ করেছে সিলেট সড়ক বিভাগ। এর প্রতিবাদে আজ এলাকাবাসীর পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়েছে। কাকুয়ারপার গ্রামের বাসিন্দা নজমুল আলম দৈনিক মাতৃছায়াকে বলেন আমাদের ছালিয়া ও বড়শালা মৌজার জেএল নং -৫৪,স্থিত -৩০৭১ নং দাগের দোকান ঘর ও ছালিয়া মৌজার জেএল নং ৫৩ স্থিত ১৭১৪,১৭০৩,১৭০৪,১৬৯৫,ও ১৬৯৪ নং দাগের উপর বসত বাড়ি (ঘন বসতি)স্থাপন করে নির্বিবাদে ভোগ করে আসছে।  গত ১ অক্টোবর জেলা প্রশাসক অধিনস্থ কর্মকর্তা স্বাক্ষরিত এল এ মামলা নং ১২/২০১৮-১৯ ইং ধারা -৪(১) নম্বর উপবিধি মোতাবেক আমাদেরকে নোটিশ জারি করা হয়েছে। তিনি বলেন সরকার কর্তৃক ভুমি অধিগ্রহণ করা হলে আমাদের বসবাসের অন্য কোন জায়গা নেই।বর্নিত দাগ ও খতিয়ান সংলগ্ন পূর্ব দিকে সরকারের প্রচুর পরিমাণ জমি খালি আছে যা খুব সহজে অধিগ্রহণ করা সম্ভব। আমরা আজ কাকুরপার বাসী ডিসি বরাবর আবেদন করেছি আমাদের মাথা গুজার সম্বল টুকু সরকার কেরে না নিয়ে পরিবার পরিজন সহ বাচার জন্য মানবিক দিক বিবেচনা করে সরকার কর্তৃপক্ষ অধিগ্রহণ হতে বিরত থাকার জন্য বিনিত অনুরোধ জানিয়েছি। স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি আফরোজ মিয়া,দৈনিক মাতৃছায়ায় সিলেট ব্যুরো প্রধান সোহাগ আহমেদ সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD