মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

আইনের ফাঁকফোকর দিয়ে আবরারের হত্যাকারীরা পার পাবে না: আইনমন্ত্রী

আইনের ফাঁকফোকর দিয়ে আবরারের হত্যাকারীরা পার পাবে না: আইনমন্ত্রী

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদারকি করা হচ্ছে এবং সেভাবেই এ মামলার জন্য আলাদা প্রসিকিউশন গঠন করা হয়েছে। মামলার তদন্ত চলছে। অধিকাংশ আসামি ধরা পড়েছে। কেউ কেউ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মামলার তদন্ত শেষ হলেই চার্জশিট দেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনেই র‌্যাগিংয়ের বিচার হবে। এ জন্য নতুন আইনের প্রয়োজন হবে না। কেউ অভিযোগ করলে ৩২৩ ধারায় এই অপরাধের বিচার হবে। নিজ উদ্যোগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের র‌্যাগিং বন্ধ করা উচিত বলেও মত দেন তিনি।
আনিসুল হক বলেন, লেবার রাইটসের ব্যাপারে এর আগে যত কমিটমেন্ট করেছিলাম তার সবক’টি রেখেছি। আজকের বাস্তবতা স্বীকার করে ইইউ প্রতিনিধিরা বলেছেন, আমরা এ বিষয়ে আরও কীভাবে অগ্রগতি করতে পারি সেজন্য ইইউ আলোচনা করতে চায়।
তিনি বলেন, এ জন্য ইইউ কী চায়, আমরা সেটাও জানতে চেয়েছি। আমরা কী কী পরিকল্পনা গ্রহণ করেছি আর বাস্তবায়ন করেছি, সেটাও জানাবো। এরপর কোথায় মতৈক্য, সেটাও আমরা বুঝতে পারবো। আর যেখানে মতপার্থক্য হবে, সেটাও আমরা বিশ্লেষণ করতে পারবো।
হিউম্যান রাইটস নিয়ে সরকার অত্যন্ত সচেতন দাবি করে আইনমন্ত্রী বলেন, এটা রক্ষা করা সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি। বিষয়টি ইইউকে জানানো হয়েছে বলে জানান তিনি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD