সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাদিম বাহাদুর (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র্যাবের দাবি, নাদিম তালিকাভুক্ত মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে এবং ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমানের ভাষ্যমতে, হাজারীবাগ এলাকায় র্যাবের একটি টহলদলের সঙ্গে গুলি বিনিময় হয় মাদক কারবারিদের সঙ্গে। একপর্যায়ে তালিকাভুক্ত মাদকবিক্রেতা নাদিম বাহাদুর নিহত হন।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন র্যাবের এই কর্মকর্তা।