শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
মিস্টার এন্ড মিস ফ্রেশ লুকের মাধ্যমে শোবিজে পথচলা জুনায়েদ বুকদাদীর। পরে কাজ করেছেন একাধিক টিভিসিতে। কাজ করছেন র্যাম্প মডেলিং ও ফ্যাশন মডেলিংয়ে। এছাড়া মঞ্চ ও টিভি নাটকেও কাজ করেছেন তিনি।
কিছুদিন আগে কে হবে মাসুদ রানা প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম রানার আপ হয়েছেন। এখন নিয়মিতই তিনি কাজ করছেন শোবিজে।
সম্প্রতি লাক্স সুপারস্টার -২০১৮ প্রতিযোগিতায় প্রথম রানার আপ সারওয়াত আজাদ বৃষ্টির সঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন জুনায়েদ। টেলিফিল্মটির নাম ‘রক্তেভেজা চিরকুট’।
আবীর ফেরদৌস ও রাইয়ান মাহমুদের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। চলতি মাসের ২৯ তারিখে দুপুর ২টায় চ্যানেল আইতে প্রচারিত হবে।
এর গল্পে দেখা যাবে দুর্ধর্ষ পুলিশ অফিসার ঐন্দ্রিলা। আন্ডারগ্রাউন্ড অপরাধীদের কাছে একটা ত্রাসের নাম। কিন্তু কোনো অপরাধীই তাকে দেখে নাই। অনেকেই একাধিকবার হত্যার মিশনে এসে নিজেরাই বলি হয়েছে।
একের পর এক সফল অপারেশনের পর তার উপর টাস্ক আসে, ঢাকা শহরের উদীয়মান মাফিয়া শুভকে ধরার। গল্পে আসে বাঁকবদল।
টেলিছবিটি নিয়ে নির্মাতা নবী বলেন, ‘আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। দর্শকরা অনেক সুন্দর একটি গল্প পেতে যাচ্ছে ‘রক্তেভেজা চিরকুট’ টেলিফিল্মের মাধ্যমে।’
জুনায়েদ বলেন, ‘সবমিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’
টেলিছবি নিয়ে বৃষ্টি বলেন, ‘টেলিফিল্মের গল্পটি খুব ভালো লেগেছে। নতুন হিসেবে কাজ করতে গিয়ে সবারই ভীষণ সহযোগিতা পাচ্ছি আমি। পরিচালক নবী ভাই প্রতিটি দৃশ্য আমাকে বুঝিয়ে দিয়ে কাজ আদায় করে নিয়েছেন। আশা করছি নাটকটি দর্শকের কাছে খুব ভালো লাগবে।’
১৯৫২ এন্টারটেনমেন্ট প্রযোজিত টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ, বৃষ্টি, সুজাত শিমুল, রেশমী, সাদিয়া, পনির শিকদার, আজম খান, নবীসহ অনেকে। খুব শিগগিরই এটি প্রচার হবে চ্যানেল আইতে।