শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১৯ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই। আব্দুর রশিদ নিলফামারীঃ

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১৯ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই। আব্দুর রশিদ নিলফামারীঃ

নীলফামারীর জলঢাকায়  ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ পরিবারের আনুমানিক ৫০ টি ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়েছে ছাগল ,গাছপালা, নগদ টাকা, আসবাবসহ অন্যান্য মালামাল।
গতবুধবার  আনুমানিক রাত নয়টায় নারায়ণ চন্দ্রের রান্নাঘরের চুলা থেকে সত্রপাতে  জলঢাকা  উপজেলার ৬ নং শিমুলবাড়ী  ইউনিয়নের বেরুবন্দ গ্রামের চেয়ারম্যান পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  সরেজমিনে গিয়ে দেখা যায় ১৯ পরিবারে প্রায় ৫০ টি ঘর পুরেছে। এবং ৭ টি পরিবারের ঘরভাঙ্গায় প্রায় ৫  লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশন,  স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শিমুলবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে ৯ পিচ করে টিন দিয়েছেন  ।
অগ্নিকাণ্ডে ফায়ারসার্ভিসের উপ সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকারের নেতৃত্বে  তিনটি ইউনিট আড়াই ঘন্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে  এসময় নগদ অর্থ  আনুমানিক পনের লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানাগেছে ।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে জেলা পরিষদ এর পক্ষ থেকে চাল, ডাল, আলু, লবন, তেল ও সুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষক আলী হোসেন প্রমুখ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD