শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এ শ্লোগান যেন পৌঁছায়নি পুরান ঢাকার লালবাগে পৌঁছায়নি মাদক ব্যবসায়ীদের কান পর্যন্ত 

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এ শ্লোগান যেন পৌঁছায়নি পুরান ঢাকার লালবাগে পৌঁছায়নি মাদক ব্যবসায়ীদের কান পর্যন্ত 

মোঃ বিল্লাল হোসেন,
লালবাগ থানার  শিষ্য মাদক ব্যবসায়ী তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিন ২৯ পিতা-মোঃ দানেশ মিয়া | মাতা -মোছাঃ হালিমা বেগম,
সাং কলমিরচর, থানা-কালকিনী, জেলা – মাদারীপুর, এ/পি- বাসা নং- ২৪৬ শহিদনগর ০৩ নং গলি, থানা -লালবাগ,
লালবাগ থানার বিশেষ অভিযান পরিচালনা করা কালীন
শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয় তাহার নিকট হতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
এর বিরুদ্ধে মামলা হয়
লালবাগ থানার মামলা নং ৬,৩,২০২১।
লালবাগ থানার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনকে  গ্রেফতারের বিষয়টা নিশ্চি করেন
অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন তিনি আরও নিশ্চিত করেন দৈনিক মাতৃছায়া প্রতিবেদককে
শাহাবুদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।সে এক জন পেশাদার মাদক ব্যবসায়ী
লালবাগ থানার, এস আই লুতফর রহমানের কাছে
দৈনিক মাতৃছায়া প্রতিবেদক, গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, শাহাবুদ্দিন লালবাগ থানার বিশিষ্ট মাদক ব্যবসায়ী ৪ থেকে ৫ দিন আগেও পর্যন্ত শাহাবুদ্দিনকে ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল রাত ১০ থেকে সাড়ে দশটার ভিতরে শহীদ নগর ৪ নং গলিতে অভিযান পরিচালনা করে শাহাবুদ্দিনকে আমরা গ্রেফতার করি গ্রেফতারের সময় তার পকেটে থাকা ৮০ পিস ইয়াবা উদ্ধার করি ও তার আরেক সহযোগী তারেকে গ্রেফতার করি ৬০ পিস ইয়াবা উদ্ধার করি।
লালবাগ থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান আমার থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ী আমি রাখবো না
হয়তো মাদক ব্যবসায়ী থাকবে নয়তোবা আমি থাকবো
এফ আই আর  নং ১/০১ তারিখ ০১ জানুয়ারি ২০১৯ / জি আর নং ১ জানুয়ারি ২০১৯  – ধারা ৩৬(১) এর ৮(গ)/৩৬(১) এর (১) এর ৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮
লালবাগ থানার, এফ আই আর, নং- ৪১/১৫৪, তারিখ -২৯ এপ্রিল, ২০১৮ ; জি আর নং ১৫৪,
তারিখ – ২৯ এপ্রিল, ২০১৮,। ধারা -৪(১)/৫ শৃঙ্খলা  বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯:এই মামলায় এজাহারে অভিযুক্ত
লালবাগ থানার এফ আই আর নং- ১/৪৬৬,
তারিখ -০২নভেম্বর, ২০১৭: জি আর নং-৪৬৬, তারিখ -০২ নভেম্বর ২০১৭। ধারা -১৪৩ /৩২৩/৩০৭/৩৭৯/ ৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড -১৮৬০:মামলা রয়েছে
শাহাবুদ্দিনের  আরেক সহযোগী
মোঃ তারেক (২৬), পিতা – মিতৃ সিদ্দিক আলী,মাতা রাবেয়া বেগম, স্থায়ী ঠিকানা -ভাসমান,  এ/পি – বাসা নং ২৭ শহিদ নগর ৬ নং গলি, আজগরের বাড়ি ভাড়াটিয়া, থানা – লালবাগ, ঢাকা এর বিরুদ্ধে
লালবাগ থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে
এফ আই আর নং -৮/৪৪৪, তারিখ -০৮ডিসেম্বর, ২০১৮: জি আর নং ৪৪৪, তারিখ -০৮ ডিসেম্বর ২০১৮। ধারা-১৯(১) এর ১ (খ)/১৯ (১) এর ৯ (ক)১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর এজাহারভুক্ত
লালবাগ থানার এফ আই আর নং -৩৫/৩৫, তারিখ -২৫ জানুয়ারি ২০১৮ : জি আর নং-৩৫,  তারিখ -২৫ জানুয়ারি  ২০১৮ : ধারা -১৯(১) এর ১(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহারে অভিযুক্ত
লালবাগ থানার এফ আই আর নং -৯ /২৯৬,  তারিখ -০৬ জুলাই, ২০১৭ : জি আর নং -২৯৬, তারিখ-৬ জুলাই, ২০১৭। ধারা-১৯(১) এর ৯ (ক)
১৯৯০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত
লালবাগ থানার এফ আই আর নং -১০/২০৮, তারিখ -০৭  মে, ২০১৭: জি আর নং -২০৮
তারিখ -৭ মে  ২০১৭। ধারা -৩৯৯/৪০২ পেনাল কোড
লালবাগ থানার এফ আই আর নং -৪২/১২৬, তারিখ – ২০ মার্চ ২০১৭ : জি আর নং -১২৬ তারিখ  ২০ মার্চ। ধারা- ১৯(১) এর ৯(ক)১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত
লালবাগ থানা এফ আই আর নং- ২৭ /৭০,
তারিখ -১৮,ফেব্রুয়ারি, ২০১৭: জি আর নং -৭০, তারিখ – ১৮ ফেব্রুয়ারি, ২০১৭: ধারা -১৯ (১) এর ৯ (ক)১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত
লালবাগ থানার এফ আি আর নং-১৭ /৩৫৭, তারিখ -০৮ সেপ্টেম্বর, ২০১৯: জি আর নং -৩৫৭, তারিখ -০৮ সেপ্টেম্বর, ২০১৯। ধারা-৩৬(১) এর (ক)/৩৬ (১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,
২০১৮: এই অভিযুক্ত
লালবাগ থানার নন এফ আই আর নং-৪৮১/২০, তারিখ ১৩ ডিসেম্বর, অভিযুক্ত হয়
লালবাগ থানার এফ আি আর নং -৪০/৪৩৯, তারিখ – ২২অক্টোবর, ২০১৯: জি আর নং-৪৩৯ তারিখ -২২ অক্টোবর, ২০১৯: ধারা-৩৬ (১) এর (ক)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮:
লালবাগ থানার এফ আই আর নং-৪/৩৬৯, তারিখ- ০৪,ডিসেম্বর ২০২০: জি আর নং -৩৬৯, তারিখ -০৪,ডিসেম্বর, ২০২০: ধারা -৩৬(১) এর ১৯(ক)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত
লালবাগ থানার নং -৫২/৫২, তারিখ -৩১ জানুয়ারি ২০২১ : জি আর নং-৫২, তারিখ, ৩১ জানুয়ারি ২০২১: ধারা-৩৬(১) এর ১০(ক)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত হয় -/ মামলাগুলো তথ্য পাওয়া যায়
শহীদ নগর ৪ নং গলি এলাকার সাধারণ জনগণ জানায় শাহাবুদ্দিন কিশোর গ্যাংর লিডার
অনেক ভুক্তভোগী আছে শাহাবুদ্দিনের কারণে তারা মুখ খুলতে চায় না
শাহাবুউদ্দিনকে ধরাতে এলাকার সাধারন জনগন লালবাগ থানা পুলিশকে অনেক ধন্যবাদ জানাই


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD