বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শাহিন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৭ টন শুটকি মাছ আটক বেনাপোলে আল-আমীন ডায়াগনস্টিক ক্লিনিকের শুভ উদ্বোধন  বেনাপোল ইমিগ্রেশনে এনজিও সাদ্দামের প্রকাশ্য সিন্ডিকেট বাণিজ্যে! বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের উপর হামলা বেনাপোল কাস্টমস এনজিও বাবুলের নামে দুদকের চিঠি বেনাপোলে বই বিক্রেতা কর্তৃক অপপ্রচার ছড়ানোর অভিযোগ বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল হত্যার বিচারের দাবিতে মিছিল পূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক  কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা 

ছাত্রলীগের নাম ব্যবহার করে টংগীর কানন মোল্লার প্রতারণা

ছাত্রলীগের নাম ব্যবহার করে টংগীর কানন মোল্লার প্রতারণা

মোঃ বোরহান উদ্দিন পিতা আঃ খালেক তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী দীর্ঘ দিন যাবত কাপড় ব্যবসার সাথে জড়িত আছে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন, করোনাভাইরাস এর মহামারী সময়ে করোনার চেয়েও ভয়ানক রুপ ধারণ করে মুখোশ এর আড়ালে থাকা কিছু সুবিধাবাদী লোক। ঠিক তেমন ই একজন মেহেদী হোসেন কানন মোল্লা বাবা আব্দুল আলিম মোল্লা, টংগী মুদাফা এলাকায় বসবাস করেন। তার এলাকায় স্পাইডার গ্রুপ এর একটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সেখান থেকেই মালামাল কেনার জন্য প্রতারক চক্র ফাঁদ পাতেন। নারায়ণগঞ্জ ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিন তার পাতানো ফাঁদে পা দিয়ে বসেন। গার্মেন্টস ওয়েস্টেজ বাবদ নগদ ১৬,৩০,০০০ টাকা নেন। কিন্তু সেই সমপরিমাণ টাকার মাল বুঝিয়ে দিচ্ছেন না। এই বিষয় নিয়ে তার সাথে কথা বলতে গেলে বিভিন্ন রকম হুমকি ধামকি ভয়ভীতি দেখানো হচ্ছে। উত্ত ঘটনা টি উত্তরা পশ্চিম থানার পুলিশ অফিসার ইয়াদ সাহেব এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনা যাচাই-বাছাই করতে গিয় দেখা যায় কেচো খুড়তে সাপ বের হয়ে আসছে, খবর পাওয়া যায় স্থানীয় কানন মোল্লা আওয়ামী লীগের দলের নাম ভাংগিয়ে অনেক দিন যাবত প্রতারণা করে আসছিলেন। কানন মোল্লা টংগী থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন সেই রাজনৈতিক ছত্রছায়ায় তিনি একেরপর এক অনৈতিক কাজ করে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন তার নিজ এলাকা টংগী মুদাফায় দীর্ঘদিন যাবত অপকর্মের সাথে লিপ্ত আছেন। তার প্রমাণ পাওয়া যায় ভুক্তভোগী বোরহান উদ্দিন এর কাছেও বিভিন্ন ডকুমেন্টস এর মাধ্যমে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD