
গাইবান্ধা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় গাইবান্ধায় বেড়েই চলছে করনা ভাইরাসের সংক্রমণ। এতে করে সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সরকার ঘোষণা করেছে ৩ দিনের লকডাউন। লকডাউন চলাকালে প্রশাসনের সাথে লুকোচুরি খেলছে ব্যবসায়ীরা৷ প্রশাসনের লোক আসলে দোকান বন্ধ করে, চলে গেলে খুলে ফেলে। লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশ অমান্য করে লকডাউন প্রথম দিন সোমবার গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে সচেতনতামূলক জরিমানা করেছে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি এস এম ফয়েজ উদ্দিন। লকডাউন না মানায় ২৬৯ ধারায় শহরের কাচারিবাজার আয়রন কিং দোকানে ২ হাজার, ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের মাহফুজা ইলেক্ট্রিক দোকানে ২ হাজার টাকা ও অনাদায়ে ৭ দিনের জেল, রাবেয়া ক্লিনিক সংলগ্ন জিম মেডিকেল ষ্টোর মেয়াদ উর্ত্তীন মেডিসিন থাকায় ১৮ এ সি অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোঃ মেহেদী হাসান সহ অনেকে।
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি এস এম ফয়েজ উদ্দিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন- আর নয় লুকোচুরি৷ এবার প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে৷ নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খুললে জরিমানা সহ জেল হবে। সে সাথে অনেক ব্যবসায়ীদের দোকান না খোলার সতর্ক করে দেন।