শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান।

ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান।

 

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সে না থাকায় ১০ মোটর সাইকেল আরোহীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার(১১ অক্টোবর২১)ইং দুপুরে ধনবাড়ী নিউমার্কেট এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় ধনবাড়ী থানা পুলিশ সহযোগীতা করেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD