মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে মূল্য নির্ধারণ ছাড়াই লাখ লাখ টাকার গাছ কেটে সাবার

ঠাকুরগাঁওয়ে মূল্য নির্ধারণ ছাড়াই লাখ লাখ টাকার গাছ কেটে সাবার

ঠাকুরগাঁও প্রতিনিধি : নিয়মনীতির তোয়াক্কা না করে বন বিভাগের মূল্য নির্ধারণ ছাড়াই ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার অধীন পানি উন্নয়ন বোর্ডের মালিকাধীন লাখ লাখ টাকার দুই কিলোমিটার ক্যানালের গাছ কেটে সাবার করেছে ইব্রাহীম নামে এক ব্যক্তিসহ তার সহযোগিরা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজাগাঁও ইউনিয়নের বাদিয়া মার্কেট থেকে স্বপ্না মার্কেট পর্যন্ত প্রায় ১ হাজারের অধিক গাছ কেটে ফেলে তারা।রু
স্থানীয়রা জানায় একটি মহলের ইশারায় পানি উন্নয়ন বোর্ডের লাখ লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছে ইব্রাহীমসহ তার সহযোগিরা। তারা আরও জানায় এভাবে গাছ কেটে সাবার করে দিতে পারে, ভাবতে অবাক লাগে। যেখানে সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করছে, কিন্তু কিছু মানুষ গাছ কেটে সাবার করে দিলো, এতে দেখারও কেউ নেই, কথা বলারও কেউ নেই।
আবার গাছ কেটেছে এমন কয়েক ব্যক্তির সাথে কথা বলে জানা যায় ওই গাছ গুলো তারাই লাগিয়েছে বলে জানান। স্থানীয় রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই, এলাকাটা রুহিয়া ইউনিয়নের মধ্যে পড়েছে। রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন আমি চোকিদার পাঠিয়েছিলাম। কারা গাছ গুলো কাটিয়েছে, তাদের বিষয়ে গ্রাম পুলিশ কাজ করছে।
উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমান বলেন আমার জানামতে এব্যাপারে বনবিভাগের পক্ষ থেকে কোন ধরনের মূল্য নির্ধারণ করা হয়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন, তাই পানি উন্নয়ন বোর্ড বিষয়টি দেখবেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন, আমাদেরকে না জানিয়ে বিনা অনুমতিতে গাছ কাটানো দন্ডনীয় অপরাধ। বিষয়টি দেখে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD