ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা কারাগারে হাজতির মৃত্যু বিল্লাল হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারটার দিকে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিল্লাল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। সে মামলার আসামি ছিলেন।গাইবান্ধা জেলা কারাগার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর বিল্লাল হোসেনকে মাদক মামলায় জেলা কারাগারে পাঠায় আদালত। তখন থেকে তিনি শ্বাসকষ্ট ও শারিরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিকালে অসুস্থ হলে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।গাইবান্ধা জেল সুপার নজরুল ইসলাম ওই হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হাজতি বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।