সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
ঘরের মাঠে নিউজিল্যান্ডের ব্যাটিং উত্তাপ টের পেল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। ৫ ম্যাচের সিরিজের প্রথমটি পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে কিউইদের গুঁড়িয়ে এগিয়ে গিয়েছিল দলটি। তবে তৃতীয় ম্যাচে সুবিধা করতে পারল না তারা। পাকিস্তানের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ১০ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। তবে এমন ম্যাচেও দারুণ এক রেকর্ডের দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর।
অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি রান বাবরের। গতকাল রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ২৯ বলে ৩৭ রান করেছেন বাবর। অধিনায়ক হিসেবে বাবরের রান এখন ২ হাজার ২৪৬। ৬৭ ইনিংসে এই রান করেছেন বাবর।
অধিনায়ক হিসেবে এতদিন সবচেয়ে বেশি রান ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ৭৬ ইনিংসে দুই হাজার ২৩৬ রান আছে সাবেক এই ওপেনারের। এই তালিকার তিনে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৭১ ইনিংসে তার রান আছে দুই হাজার ১২৫।
রাওয়ালপিন্ডিতে গতকাল টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। পাকিস্তানের শীর্ষ ৬ ব্যাটারের ৫ জনই রান পেয়েছেন। তবে এক শাদাব খান ছাড়া কেউই দ্রুতগতিতে রান তুলতে পারেননি। ২০ বলে ৪১ রান করেছেন শাদাব। ওপেনার সাইম আইয়ুবের ব্যাটে ২২ বলে ৩২ ও ইরফান খানের ব্যাটে ২০ বলে ৩০* রান আসে। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে পাকিস্তান।
জবাব দিতে নেমে কোনো চাপই অনুভব করেনি নিউজিল্যান্ড। ৫৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও কিউইদের জয় সহজ করে দেয় তৃতীয় উইকেট জুটি। এসময় ১১৭ রানের জুটি গড়েন ডিন ফক্সক্রফট ও মার্ক চাপম্যান। ফক্সক্রফট ধীরগতির ইনিংস খেললেও ব্যাটে ঝড় বইয়ে দিয়েছেন চাপম্যান। ৪২ বলে ৯টি চার ও ৪ ছক্কায় ৮৭ রান আসে এই বাঁহাতির ব্যাটে। তাতে ১০ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। সিরিজে আসে ১-১ সমতা।