রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

আভিশকার ব্যাটে রানের পাহাড়ে চট্টগ্রাম

আভিশকার ব্যাটে রানের পাহাড়ে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আভিশকা ফার্নান্দোর অপরাজিত ৯১ রানের ঝোড়ো ইনিংসে ফরচুন বরিশালকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে বন্দর নগরীর দলটি।

শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দর নগরীর দলটির হয়ে সর্বোচ্চ ৯১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন আভিশকা ফার্নান্দো।

টস হেরে ব্যাটিং নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় চট্টগ্রাম। তাইজুল ইসলামের প্রথম ওভারের শেষ বলে ৫ বলে ১২ রানে ফেলেন বাঁহাতি ওপেনার। নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেট পান তাইজুল। ইমরানউজ্জামানকে ৪ রানে সরাসরি বোল্ড করে বিদায় করেন টাইগার স্পিনার। তৃতীয় উইকেটে আভিশকা ফার্নান্দো ও শাহাদাত হোসেন দিপু ৭০ রানের জুটি গড়েন। ২৯ বলে ৩১ রান করেন শাহাদাত দিপু।

দিপু ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন আভিশকা। ৪০ বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করেন লঙ্কান ওপেনার। চতুর্থ জুটিতে ৬৮ রান যোগ করা নজিবুল্লাহ ১৮ রানে সাজঘরে ফিরে যান। হাফ সেঞ্চুরির পর আরও আগ্রাসী হন এই লঙ্কান। দুনিথ ভেল্লালাগের এক ওভারে টানা তিন বলে একটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। ইনিংসের শেষ ১৫ বলে ৩৪ রানের পার্টনারশিপ গড়েন আভিশকা ও ক্যাম্ফার। মাত্র ৯ বলে ৩ চার ও ২ ছয়ে ২৯ রানে অপরাজিত থাকেন আইরিশ অলরাউন্ডার। এ ছাড়া ৫০ বলে ৯১ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন আভিশকা।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD