শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বাংলাদেশের টেস্ট দল জানা যাবে শুক্রবার

বাংলাদেশের টেস্ট দল জানা যাবে শুক্রবার

স্পোর্টস ডেস্ক : ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। শুক্রবার এই ম্যাচের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেছেন বিষয়টি। ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে সেরা একটি দল ঘোষণার চেষ্টা করছি। আজ শুক্রবার মাঠেই দল ঘোষণা করব।’ সংবাদমাধ্যমকে বলেছেন প্রধান নির্বাচক। আফগানিস্তানের বিপক্ষে দল কেমন হবে, তা নিয়ে কয়েক দফা কোচ, অধিনায়ক ও নির্বাচকদের সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেষবারের মতো বসেছে টিম ম্যানেজমেন্ট। আজই সবকিছু চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। প্রধান নির্বাচকের বক্তব্য, ‘দল নিয়ে এই মুহূর্তে আপনাদের বলতে পারব না। আমরা একটু পর আবারও বসব। শুক্রবার টেস্টের দল দিয়ে দেবো। ৬ সেপ্টেম্বর আশা করি টি-টোয়েন্টির দল ঘোষণা করতে পারব। তামিম ইকবাল বিশ্রামে থাকায় ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী কে হবেন, সেটাই এখন আলোচনায়। তরুণ এই ওপেনারের সঙ্গে আরেক তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে সুযোগ দেওয়া হবে নাকি সাদমানকে বসিয়ে অভিজ্ঞ কাউকে সুযোগ দেওয়া হবে সব প্রশ্নের উত্তর জানা যাবে শুক্রবার। শান্তর সম্ভাবনা নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘এইচপিতে কয়েকজন খুব ভালো ক্রিকেট খেলেছে। শান্তও বেশ ভালো খেলেছে। এটা আমাদের মাথায় আছে। এটা নিয়ে আমরা বসছি। আজই সব চূড়ান্ত হয়ে যাবে। বুধবার দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে। আগামি দুই দিন দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ‘আসল’ লড়াইয়ে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ নিয়ে নান্নু বলেছেন, ‘অনেক ক্রিকেটার নিয়ে দল গঠন করা হয়েছে। অনেকদিন বাংলাদেশ টেস্ট খেলে না। এই কারণে দুটি ম্যাচই লাল বলে অনুষ্ঠিত হবে। আশা করি এর ফলে ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারবে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্টের আগে সফরকারী আফগানরা দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ওই ম্যাচে বিসিবি একাদশের হয়ে প্রথম শ্রেণিতে খেলা কিছু ক্রিকেটার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নান্নু।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD