শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

জাপার সংকট অভ্যন্তরীণ, আ. লীগ কারও পক্ষ নেবে না

জাপার সংকট অভ্যন্তরীণ, আ. লীগ কারও পক্ষ নেবে না

জাতীয় পার্টিতে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের কিছু বলার বা করার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। জাপায় অভ্যন্তরীণ বিবাদ ও টানাপোড়েন আছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আওয়ামী লীগ রওশন এরশাদ কিংবা জিএম কাদের কারও পক্ষে অবস্থান নেবে না।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন মাসব্যাপী উদযাপনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে।

ওবায়দুল বলেন, ‘জাপা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই। এখানে আমাদের কিছু বলার নেই। তাছাড়া রংপুর ৩ আসেনে উপ-নির্বাচনের প্রস্তুতি নিয়ে দল ব্যস্ত। আগামীকালের (শনিবার) মনোনয়ন বোর্ডের সভায় সেখানকার প্রার্থী চূড়ান্ত করা হবে।’

উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সংকটে ফেলেছে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সংকট বিএনপি কাটিয়ে উঠতে পারবে না।

শেখ হাসিনা বিশ্বের জন্য আলোকবর্তিকা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা শুধু দল, দেশের নয়। তিনি বিশ্বের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। দল ও দেশের জন্য যেসব উন্নয়ন কাজ করছেন তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। কর্মীর জন্য শেখ হাসিনা কতটা নিবেদিত আমার অসুস্থতার সময়ে দেখেছেন। প্রতিটি মানুষের জন্য তিনি এমনই নিবেদিত। শেখ হাসিনা জেগে আছেন বলে দেশের মানুষ আজ শান্তিতে ঘুমায়।’

অনুষ্ঠানে ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনকে জণগণের ক্ষমতায়ন দিবস ঘোষণা দিয়ে যুবলীগের মাসব্যপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে। আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসমাইল চৌধুরী সম্রাট।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD