রবিবার, ০৪ Jun ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদক (যশোর):
অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে জনসমাবেশ করছে বিএনপি।
শনিবার (২৭শে মে) দুপুর তিনটার দিকে বিএনপির এ সমাবেশ শুরু হয়। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মিছিলে থাকা অনেক নেতা-কর্মীর হাতে বাঁশের মাথায় দলীয় পতাকা বেঁধে রাখতে দেখা গেছে।
পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মেঘ-বৃষ্টি উপেক্ষা করে জড়ো হয়েছেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যশোরে বিএনপির সমাবেশ বিকাল ৩ টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল সহকারে সমাবেশে যোগ দিতে দেখা যাচ্ছে। এসব নেতাকর্মীদের পতাকার সঙ্গে লাঠি-সোঁটা বহন করতে দেখা গেছে।
এদিকে সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা সমাবেশস্থল ও এর আশপাশে সতর্ক অবস্থায় রয়েছে।