শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সুমন হোসাইনঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮৫-যশোর-১ (শার্শা) আসনে শেখ আফিল উদ্দীনকে টানা ৫ বার দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বেনাপোলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ই নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ ও পৌর মেয়র নাছির উদ্দীনের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। বেনাপোল পৌর আওয়ামী লীগের ছোটআঁচড়াস্থ কার্যলয় থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজার ঘুরে এসে কাস্টমস হাউসের সামনে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, বাস্তহারালীগ, শ্রমিকলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।