রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

সমঝোতায় জাপা, রংপুর-৩ আসনে প্রার্থী হচ্ছেন সাদ এরশাদ

সমঝোতায় জাপা, রংপুর-৩ আসনে প্রার্থী হচ্ছেন সাদ এরশাদ

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, চিঠি চালাচালি আর নানা নাটকীয়তার পর অবশেষে সমঝোতায় এলো জাতীয় পার্টির দুই অংশ। রাজধানীর বনানী কার্যালয়ে সকালে প্রেস ব্রিফিং-এ দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, জিএম কাদেরই থাকছেন পার্টির চেয়ারম্যান আর সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বেগম রওশন এরশাদ। সেই সঙ্গে মশিঊর রহমান রাঙ্গা জানান, সাদ এরশাদকে রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন দেয়া হবে।গত মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতীয় পার্টির নানা ঘটনা আর দুই পক্ষের মুখোমুখি অবস্থানের পর রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে আপাতত ইতি টানেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।দলের বনানী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাঙ্গা জানান, উভয় পক্ষের সম্মতিতে জিএম কাদেরই থাকছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আর বিরোধী দলীয় নেতা হচ্ছেন বেগম রওশন এরশাদ।তবে, অনুষ্ঠানে রওশনপন্থী কোনো নেতাদের দেখা যায়নি। এ বিষয়ে রাঙ্গা জানান, দুই পক্ষই যেহেতু তাকে মহাসচিব ঘোষণা করেছিলেন তাই সবার সম্মতিতেই তিনি এই সংবাদ সম্মেলন করেছেন।এদিকে, দলে চলমান এই কয়েকদিনের সংকটে তিনি কেন জনসমক্ষে আসেননি সে বিষয়টিও পরিস্কার করেন। তবে, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ায় যে ধরণের সংবাদ প্রচার হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন রাঙ্গা।এদিকে, দলের প্রেসিডিয়াম সদস্য রওশনপন্থী নেতা মুজিবুল হক চুন্নুও একমত জাতীয় পার্টির বর্তমান সিদ্ধান্ত নিয়ে।সংবাদ সম্মেলনের পর বনানী কার্যালয় নেতা কর্মীদের স্লোগান আর মিছিলে সরগরম হয়ে ওঠে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD