বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

রসুন যেভাবে চুল বৃদ্ধি করে

রসুন যেভাবে চুল বৃদ্ধি করে

রসুনে রয়েছে ভিটামিন সি এবং বি সিক্স। ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম- যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এতে আরও আছে ব্যাক্টেরিয়া-রোধী উপাদান এবং চুলের গোড়া সুরক্ষিত রাখার ক্ষমতা। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চুলের বৃদ্ধিতে রসুনের ব্যবহার সম্পর্কে জানানো হল। রসুনে অ্যালিসিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী উপাদান মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। রসুনের তেল তৈরি করতে রসুনের ১০টি কোঁয়া নিন। এক কাপ পানিতে কয়েক ফোঁটা জলপাইয়ের তেল দিন। এই পানিতে রসুন মিশিয়ে ফুটিয়ে নিন। ঠা-া করে মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। কমপক্ষে তিন সপ্তাহ নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে। উপরের পদ্ধতিতে তৈরি করা রসুনের তেল দিয়ে আরও নানানভাবে চুলের পরিচর্যা করা যায়। ছয় টেবিল-চামচ রসুনের তেল নিন। এতে দুই টেবিল-চামচ ক্যাস্টর অয়েল, নারিকেল তেল এবং এক টেবিল-চামচ রোজমেরি তেল ভালো মতো মিশিয়ে নিন। এই তেল তিন টেবিল-চামচ পরিমাণ নিয়ে ভালো মতো মাথার ত্বকের মালিশ করুন। ঘন্টা খানেক অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুলের বৃদ্ধির জন্য উপরের পদ্ধতির যে কোনো একটি কমপক্ষে ছয় মাস অনুসরণ করলে ভালো ফলাফল পাওয়া যাবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD