বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধে নিউজ করুন: গনপূর্ত মন্ত্রী

আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধে নিউজ করুন: গনপূর্ত মন্ত্রী

গৃহয়ান ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধে নিউজ করবেন। আমার চলার পথে কোন ভুল বা দুর্নীতি থাকলে তাও প্রকাশ করবেন। আর তা করলে আমি ওই সাংবাদিককে অভিনন্দিত করবো। বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, একটি মিথ্যা সংবাদ একজন মানুষের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। তাই একটি সংবাদ পরিবেশনের আগে এর সাথে জড়িতকে ভালো করে যাচাই-বাছাই করে নেওয়া উচিৎ। একজন ভালো সাংবাদিকের বন্ধু থাকে না। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মফস্বলের সাংবাদিকতা অনেক কঠিন। আপনারা এ কঠিন কাজে জড়িত। সাংবাদিকতা মানুষের ভুলকে শুধরে আলোর পথ দেখায়। নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্র সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত ওই প্রশিক্ষনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ, পিআইবি পরিচালনা বোর্ড ও যুগান্তরের বিশেষ সংবাদদাতা শেখ মামুনুর রশীদ প্রমুখ। ওই প্রশিক্ষনে জেলার নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলার ৩৬ জন বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রত্রিকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD